মন দুয়ারি নাটক ২০২৫
মোনাজাতে চেয়েছিলাম তোমাকে। পাল্টা সংলাপে অপূর্বের মুখে শোনা যায়, প্লিজ আর মায়া বাড়িও না। যতটুকু মায়া দিয়েছ, পুরোটা আমি পুষে রাখবো। কারণ তুমি আমার মনের সকল বন্ধ দুয়ার খুলে দিয়েছিলে, তাই তুমি আমার মন দুয়ারী!
এমন আবেগমাখা সংলাপে প্রকাশ্যে এসে ভ্যালেন্টাইন ডে-তে মুক্তির অপেক্ষায় থাকা জাকারিয়া সৌখিন পরিচালিত নাটক ‘মন দুয়ারী’র ফার্স্ট লুকে। যেখানে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নিহা।
এই জুটির প্রথম এ নাটকটি মুক্তির আগেই আলোচনার জন্ম দিয়েছে। ফিল্মি আয়োজনে নির্মিত ‘মন দুয়ারী’র প্রকাশিত ‘ফার্স্ট লুক’ দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকরা তাদের মুগ্ধতার কথা জানিয়ে বলছেন, এবারের ভ্যালেন্টাইন মাতাবে এই নাটক!
সোহেল আহমেদ নামে একজন লিখেছেন, মন দুয়ারী ফার্স্ট লুক ভীষণ সুন্দর লেগেছে। আশা করা যায় ভালোবাসা দিবস মাতিয়ে রাখবে এই নাটক।
হাফিজুর রহমান লিখেছেন, এ নাটকে অপূর্ব আবার ম্যাজিক দেখাবেন। মোজাম্মেল হক লিখেছেন, অপূর্বের সঙ্গে নিহাকে দারুণ সুইট লাগছে। মনে হচ্ছে ভ্যালেন্টাইনের সেরা নাটক হবে মন দুয়ারী।
সিএমভি’র ব্যানারে বড় আয়োজনে অনেকদিন ধরে ‘মন-দুয়ারী’ নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। ‘পথে হলো দেরি’সহ একাধিক নাটক বানিয়ে এই নির্মাতা প্রশংসা অর্জন করেছেন।
‘মন দুয়ারী’ প্রসঙ্গে পরিচালক বলেন, চেষ্টা করেছি অনেকটা সিনেম্যাটিক আয়োজনে কাজটি করার। ভ্যালেন্টাইনে সবসময় একই টাইপের গল্পে নাটক নির্মিত হয়। কিন্তু আমাদের গল্পটি সম্পূর্ণ আলাদা। আপাতত এটুকুই বলছি। বাকিটা দেখার পর আপনারাও বুঝতে পারবেন।
নাটকটিতে অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, আমিনুর রহমান বাচ্চু, শফিউল আলম বাবু, মিলি মুন্সী, শারমীন সুলতানা শর্মী, রাইসা প্রমুখ।
‘মন-দুয়ারী’তে থাকছে দুটি গান। সোমেশ্বর অলির কথায় একটি গান সুর-সংগীত করেছেন সাজিদ সরকার, গেয়েছেন রেহান রসূল ও কনা। আর দ্বিতীয় গানটি লিখেছেন লিমন। সুর এবং কণ্ঠ নাজির মাহমুদ, সংগীত সজীব দাশ।
পরিচালক জাকারিয়া সৌখিন জানান, ১৪ ফেব্রুয়ারির বিশেষ কনটেন্ট হিসেবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘মন দুয়ারী’।
Tags
natok